খাগড়াছড়িতে উদ্ধার ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী

খাগড়াছড়িতে উদ্ধার ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী

বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সকল জোনের সেনাবাহিনীর সদস্যরা। গত কয়েকদিন ধরেই বানভাসি জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন তারা। বন্যার্তদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে যাচ্ছেন সেনাসদস্যরা।


শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে জেলা সদরের গঞ্জপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শুকনো খাবার, ত্রাণ ও বিভিন্ন ধরনের মানবসেবা কার্যক্রম চলমান থাকবে।


খাদ্যসামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, ক্যাপ্টেন গালিব বিন সাইফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বন্যাকবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী।


এর আগে, বৃহস্পতিবার বন্যার পানিতে ডুবেছে খাগড়াছড়ি। জেলা সদর উপজেলার এবং পৌরসভার অধিকাংশ এলাকার অন্তত তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট