গত রোববার (২৫ আগস্ট) এ সংশ্লিষ্ট ১ কোটি টাকার একটি চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়। আজ ব্যাংকটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ব্যাংকের পক্ষ থেকে আলাদাভাবে আর্থিক অনুদান, খাবার, জরুরি ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে বন্যার্তদের ক্ষয়ক্ষতি লাঘবে সবার প্রচেষ্টায় সম্মিলিত আকারে দুর্দশাপীড়িত মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তি তৈরি করবে।
এমআই