সূত্র মতে, রোববার কোম্পানিটি সর্বশেষ ৮১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ১৩৫ বারে ৭ লাখ ৭৩ হাজার ৬৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৭ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২২ টাকা ৯০ পয়সা বা ৬.৪০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৮০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬৮১ বারে ২৬ হাজার ৬৬২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি টাকা।
তৃতীয় স্থানে রয়েছে আমান কটন ফাইবার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৬.২৯ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, ন্যাশনাল ফিড মিল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এস.এস স্টিল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এসিআই ফরমুলেশন, জনতা ইন্স্যুরেন্স ও ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড।
অর্থসংবাদ/ এমএস/ ১৭: ২০/ ১১: ২২: ২০২০