সোমবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সিএসবি নিউজ বন্ধের সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদনটি করেছেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী। সিএসবি নিউজ বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল। এটির মালিক ফোকাস মাল্টিমিডিয়া কোম্পানি।
২০০৭ সালের ৯ এপ্রিল চ্যানেলটির বাণিজ্যিক সম্প্রচার শুরু হয়। একই বছরের ৬ সেপ্টেম্বর বিটিআরসি তৎকালীন সরকারের বিরুদ্ধে টকশো ও সংবাদ প্রচারের অভিযোগ এনে চ্যানেলটি বন্ধ করে দেয়।
এমআই