সূত্র মতে, মঙ্গলবার ফান্ডটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৮৯৮ বারে ৭৫ লাখ ৯০ হাজার ৩৫৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ল্যাম্পস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২০৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ২০১ বারে ৩ লাখ ৬ হাজার ৫৬৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২৭ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। আজ ফান্ডটির দর ১ টাকা পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। আজ ফান্ডটির ইউনিট সর্বশেষ ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফাইন ফুডস, এনসিসি ব্যাংক লিমিটেড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, স্যালভো কেমিক্যাল ও রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড।
অর্থসংবাদ/ এমএস/ ১১: ২৪: ২০২০