তাজরীন গার্মেন্টস-এর অগ্নিকান্ডে ক্ষতিপূরনে জাতীয় মানদন্ড তৈরি দাবি

তাজরীন গার্মেন্টস-এর অগ্নিকান্ডে ক্ষতিপূরনে জাতীয় মানদন্ড তৈরি দাবি
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ নারায়ণগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি ও ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল-আইবিসি নারায়ণগঞ্জ ক্লাস্টার কমিটির উদ্যোগে এবং বিল্স এর সহযোহিতায় তাজরীন গার্মেন্টসের অগ্নিকান্ডের আট বছর স্মরণে আজ ২৪ নভেম্বর ২০২০ (মঙ্গলবার) সকালে  এলাকা ভিত্তিক আলোচনা সভা, মোমবাতি প্রজ্জলন ও জুরাইন কবরস্থানে অগ্নিকান্ডে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে জুরাইন কবরস্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তাজরীণ ও রানা প্লাজা সহ সারাদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আইএলও কনভেনশন ১২১ এবং মারাত্মক দুর্ঘটনা আইন ১৮৫৫ ও শ্রমিকদের সারা জীবনের আয়ের ক্ষতির ভিত্তিতে এবং বিভিন্ন দুর্ঘটনায় আদালতের আদেশে প্রদত্ত ক্ষতিপূরণের বিবেচনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। এ লক্ষ্যে ক্ষতিপূরণের একটি জাতীয় মানদন্ড তৈরী করতে হবে।

এসময় বক্তারা তাজরীন ফ্যাশনসে অগ্নিকান্ডে দায়ী ব্যাক্তিদের দ্রুত বিচার ও হতাহতদের আন্তর্জাতিক মান অনুযায়ী ক্ষতিপূরণ ও আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার দাবি জানান। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে সকল শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা, ক্ষতিপূরনের জাতীয় মানদন্ড তৈরি করা, নির্মাণ, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিংসহ ঝুকিপূর্ণ কর্মক্ষেত্রসমূহ পরিদর্শনে দেশব্যাপি মোবাইল কোর্ট পরিচালনা বা ঝটিকা পরিদর্শন ব্যবস্থা চালু করা এবং সবার জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে পরিদর্শন ব্যবস্থাকে জোরদার করা, পেশাগত রোগে আক্রান্ত ও দূর্ঘটনায় আহত শ্রমিকের  চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা  এবং হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট স্থাপনের দাবি জানান।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইবিসি নারায়ণগঞ্জ ক্লাস্টার কমিটির সমন্বয়কারী হেদায়েতুল ইসলাম এবং স্কপ নারায়ণগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটির সমন্বয়কারী মহসিন ভূঁইয়া, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক নূরুল আমিন, বিল্স পরিচালক নাজমা ইয়াসমীন’সহ স্কপ ও আইবিসিভূক্ত ট্রেড ইউনিয়ন ফেডারেশন নেতৃবৃন্দ।

অর্থসংবাদ/এ এইচ আর ০৫:২১/ ১১:২৪:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা