স্নেহাশীষ জানান, ট্রামের কারণে কলকাতায় জ্যামের সৃষ্টি হয়। কলকাতার সড়কে সর্বশেষ দুটি লাইনে ট্রাম চলত–ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার। এবার সেসব লাইন তুলে দেওয়া হচ্ছে। তবে কলকাতায় বেড়াতে আসা মানুষ যেন ট্রাম দেখতে পারেন এবং ভ্রমণ করতে পারেন সে জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট্ট পথে ‘হেরিটেজ’ হিসেবে ট্রাম চলবে। এর মধ্যে দিয়ে কলকাতার আবেগ, ঐতিহ্য, ভালোবাসার ট্রাম বিদায় নেবে।
কলকাতায় ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ওই ট্রাম চলে। পরে ‘কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড’ গঠন করা হয়। এ কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে। পরে ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। বেশ কয়েকটি পথে ট্রাম চলাচল করত।
এমআই