চাঁদপুরে ইলিশ শিকার করায় ২২ জেলে আটক

চাঁদপুরে ইলিশ শিকার করায় ২২ জেলে আটক
চাঁদপুরে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ নিধন। তবে পর্যন্ত শেষ রক্ষা হয়নি। ইলিশ, জাল ও মাছ ধরার নৌকাসহ নৌ পুলিশের হাতে আটক হতে হলো ২২ জেলেকে। শনিবার (১৯ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা ও মেঘনা- এই দুই নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে মাছ ধরার ৫টি নৌকা, বিপুল পরিমাণ জাল এবং প্রায় ২শ’ কেজি ইলিশ জব্দ করা হয়।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সরকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, আটক হওয়া ২২ জেলের মধ্যে ১৫ জনকে মৎস্য সংরক্ষণ আইনে মামলার পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানো হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা এবং কিশোর হওয়ায় অন্য ২ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া, মাছ ধরার ইঞ্জিনচালিত ৫টি নৌকা সংশ্লিষ্ট নৌপুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। একই সঙ্গে জব্দ করা ইলিশ দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

এদিকে, পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাল ও নৌকা নিয়ে নেমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে শনিবারের ২২ জনসহ গত ১৩ অক্টোবর থেকে এখন পর্যন্ত শতাধিক জেলেকে নৌ পুলিশ ও কোস্টগার্ড আটক করেছে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট