ফেইসবুকে আসতে পারে ক্রিপ্টোকারেন্সি

ফেইসবুকে আসতে পারে ক্রিপ্টোকারেন্সি
সামনের বছরের শুরুতেই লিব্রা ক্রিপ্টোকারেন্সি বা স্টেবলকয়েন আনার প্রস্তুতি নিচ্ছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুক, এমনটাই দাবি করেছেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র৷

শুক্রবার এক প্রতিবেদনে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, জানুয়ারিতেই লিব্রা চালুর পরিকল্পনা রয়েছে ফেইসবুক নেতৃত্বাধীন জেনিভা-ভিত্তিক লিব্রা অ্যাসোসিয়েশনের৷ ডলার-ভিত্তিক একটি ডিজিটাল কয়েন চালুর প্রস্তুতি সারছে সংস্থাটি৷

চলতি বছরের এপ্রিলেই এই ডিজিটাল কয়েন আনার প্রস্তাব করেছিলো লিব্রা অ্যাসোসিয়েশন৷ নীতিমালা এবং রাজনৈতিক বিরোধিতার কারণে কয়েক দফা পিছিয়েছে প্রকল্পটি৷

গত বছরই লিব্রা উন্মোচন করেছে ফেইসবুক৷ এই কয়েনের কারণে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং অর্থের মূল ক্ষমতায় বদল আসতে পারে বলে সে সময় শঙ্কা প্রকাশ করেছেন বৈশ্বিক নীতিনির্ধারক এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো৷ এমন পরিস্থিতিতে লিব্রার একটি ছোট সংস্করণ চালুর পরিকল্পনা করে ফেইসবুক৷

লিব্রা অ্যাসোসিয়েশনের নতুন পরিকল্পনার পরও পরবর্তীতে অন্যান্য প্রথাগত মুদ্রাভিত্তিক কয়েন চালু করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ফিনান্সিয়াল টাইমস৷

পরিকল্পনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি লিব্রা অ্যাসোসিয়েশন৷

এপ্রিলে সুইস নীতিনির্ধারক এফআইএনএমএ এক বিবৃতিতে জানিয়েছে, লেনদেন লাইসেন্সের জন্য আবেদন করেছে লিব্রা৷ আবেদনের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানায়নি নীতিনির্ধারক সংস্থাটি৷

প্রথাগত ক্রিপ্টোকারেন্সির অস্থিরতা এড়াতেই নকশা সাজাচ্ছে লিব্রার মতো স্টেবলকয়েন৷ তাত্ত্বিকভাবে লেনদেন এবং অর্থ স্থানান্তরের জন্য আরও উপযুক্ত হবে এই স্টেবলকয়েন৷

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়