শনিবার দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত (২৬ নভেম্বর) বৃহস্পতিবার আলাদা দুটি জামিনের আবেদন হাতে পেয়েছি। একটিতে সেলিনা ইসলাম ও তার মেয়ের আবেদন। অপরটিতে সেলিনা ইসলামের বোন জেসমিন প্রধানের আবেদন।
গত ১১ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল।
অর্থসংবাদ/ এমএস