সূত্র মতে, মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১১১৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৮৫৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৪৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ২৪ লাখ ৭১ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১২টি কোম্পানির, বিপরীতে ৫৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমআই