ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৯ অক্টোবর) ব্র্যাক ব্যাংকের ১৩ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণফোনের আজ ৯ কোটি ২২ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৯ কোটি ০৩ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইসলামী ব্যাংক।
মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট নিটিং, একমি ল্যাবরেটরিজ, ইবনে সিনা, লাভেলো আইসক্রিম, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এমআই