ফ্যাসিবাদমুক্ত মিডিয়া চাই: উপদেষ্টা নাহিদ

ফ্যাসিবাদমুক্ত মিডিয়া চাই: উপদেষ্টা নাহিদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, কোনো গণমাধ্যম বা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করতে চাই না। আমরা যেমন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ চাই, ঠিক তেমনি ফ্যাসিবাদমুক্ত মিডিয়াও চাই।


আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৪-২৫ অর্থবছরের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকে সংবাদমাধ্যমকে নতুনভাবে দেখতে চাই। এর জন্য সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। তবে গণমাধ্যমের সংস্কার কাজ কীভাবে হতে পারে তা গণমাধ্যমের কাছ থেকেই শুনতে চাই।


তিনি বলেন, মিডিয়াতে অনেক কালাকানুন আছে, পর্যায়ক্রমে আমরা সেই কালাকানুনগুলো বাতিলের চেষ্টা করছি। ইতোমধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। সরকারের গঠনমূলক সমালোচনা করবে গণমাধ্যম, গত ১৫ বছরে তা দেখা যায়নি। তবে যারা অনুগত থেকে কাজ করেছেন, তারা পুরো গণমাধ্যমের প্রতিনিধিত্ব করে না।


তিনি বলেন, কোনো সাংবাদিককে হয়রানি করা হবে না - এর জন্য কমিটি করা হয়েছে। কোনো সাংবাদিক যদি মনে করেন তাকে হয়রানি করা হচ্ছে তাকে সহায়তা করা হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। দায়িত্ববোধ থেকেই সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রথম পর্যায়ে ৩৫০ সাংবাদিকের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা