সাউথইস্ট ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৪৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম।


সভায় সহ-সভাপতি রেহানা রহমান, ব্যাংকের পরিচালকবৃন্দ- আলমগীর কবীর, আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, মো. আকিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি), মো. নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি), ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর- মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব এ. কে. এম. নাজমুল হায়দার,  অংশগ্রহণ করেন।


সভায় ব্যাংকের ত্রৈমাসিক পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। সদস্যরা ব্যাংকের সাফল্যের পথে আরও অগ্রগতি সাধনে একাত্বতা পুনর্ব্যক্ত করেন এবং সাউথইস্ট ব্যাংককে নতুন উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হন।


দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংক আমানত এবং বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীল প্রবৃদ্ধি দেখাচ্ছে, যা ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থার প্রতীক। এই ইতিবাচক প্রবণতা আগামী বছরগুলোতে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সভায় তুলে ধরা হয় যে সাউথইস্ট ব্যাংক গ্রাহকদের কষ্টার্জিত অর্থের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ বিকল্প, যা সম্পূর্ণ আর্থিক নিরাপত্তা প্রদান করে।


সভায়, পর্যাপ্ত মূলধন সংরক্ষণের পাশাপাশি, ব্যাংকের শ্রেণিভুক্ত ও অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারে প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে সেই সাথে, ব্যাংকের নন-ফান্ডেড ব্যবসা, রিটেইল সেবা এবং ক্রেডিট কার্ড পোর্টফোলিও সম্প্রসারণের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দ্রুত পরিবর্তনশীল আর্থিক ও ব্যাংকিং খাতের সাথে তাল মিলিয়ে চলার জন্য ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম, সিডিএম, সিআরএম এবং পিওএস সেবাসমূহের প্রযুক্তি-ভিত্তিক লেনদেনের সুবিধা শক্তিশালী করার উপর জোর দেয়া হয়েছে। এছাড়া, কর্পোরেট গভর্ন্যান্স বৃদ্ধি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার এবং গ্রিন ব্যাংকিং কার্যক্রম প্রসারেও গুরুত্বারোপ করা হয়েছে।


সাউথইস্ট ব্যাংক একটি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ২৯ বছরেরও বেশি সময় ধরে ব্যাংক শক্তিশালী তারল্য সম্পদের মাধ্যমে স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় স্থিতিশীলতা বজায় রেখে দৃঢ় সুনাম অর্জন করে আসছে। কর্পোরেট গভর্ন্যান্স, মুনাফা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় এটি ধারাবাহিকভাবে উন্নতি করে চলেছে। পর্যাপ্ত মূলধন রিজার্ভের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা প্রদর্শন করছে, যা এই সভাকে এর ধারাবাহিক সফলতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করে।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি