সোশ্যাল ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি আরও মজবুতের লক্ষ্যে ক্যাম্পেইন

সোশ্যাল ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি আরও মজবুতের লক্ষ্যে ক্যাম্পেইন

সহনশীলতা, পুনরুদ্ধার ও নবজাগরণ এই ৩জকে নতুন মোটো হিসেবে নিয়ে ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে শুরু হয়েছে ‘শক্তিশালী আগামীর পথে, এগিয়ে চলি একসাথে’ শীর্ষক ক্যাম্পেইন।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম, পরিচালনা পর্ষদের সদস্য মো. মোরশেদ আলম খন্দকার ও মো. আনোয়ার হোসেন, এফসিএ।


ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ- ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মো. নাজমুস সায়াদাতসহ, ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও ঢাকাস্থ শাখার ব্যবস্থাপকবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম বলেন, গত দেড় মাসে ১ হাজার ৭৫ কোটি টাকা রিকভারি হয়েছে এবং এই ক্যাম্পেইনকালীন সময়ে আরও ৫ হাজার কোটি টাকার ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ডিপোজিট আহরণেরও যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা অর্জিত হলে ব্যাংকের তারল্য সংকট কেটে যাবে। ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সোশ্যাল ইসলামী ব্যাংক শরী’আহ কমপ্লায়েন্স ব্যাংক হিসেবে তার অবস্থান আরো সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মাকসুদা বেগম বলেন, ক্যাম্পেইনে একসাথে রিকভারি ও ডিপোজিট মবিলাইজেশনের উপর গুরুত্বরোপ করা হয়েছে যা খুবই ইতিবাচক।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি