ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণসহ ৭ দাবিতে অবস্থান কর্মসূচি

ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণসহ ৭ দাবিতে অবস্থান কর্মসূচি
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণসহ ৭ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। । এ দাবিতে টানা অবস্থান ধর্মঘট পালন করছেন তারা। এ সময় শিক্ষকদের বেতন-ভাতা প্রদানেরও দাবি জানিয়েছেন অবস্থানরত শিক্ষকেরা।

বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচিতে গত কয়েক সপ্তাহ ধরে কর্মসূচি পালন করে আসছেন দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা শিক্ষকেরা। এর ধারাবাহিকতায় আজ রবিবারও (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছেন তারা।

তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- প্রাথমিকের মতো সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা, কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজনের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিকের মরতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসার শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ, ইবতেদায়ী মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ।

দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ সময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছাড়া আন্দোলন চলবে। প্রয়োজনে রাজপথ অবরোধ কর্মসূচী পালন করবো।

কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান, সহ-সভাপতি এবিএম আব্দুল কুদ্দুস, দফতর সম্পাদক ইনতাজ বিন হাকিমসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এ এইচ আর. ১২:৫২/১১.২৯.২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি