বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচিতে গত কয়েক সপ্তাহ ধরে কর্মসূচি পালন করে আসছেন দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা শিক্ষকেরা। এর ধারাবাহিকতায় আজ রবিবারও (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছেন তারা।
তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে- প্রাথমিকের মতো সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা, কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজনের অন্তর্ভুক্তকরণ, প্রাথমিকের মরতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসার শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ, ইবতেদায়ী মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ।
দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ সময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছাড়া আন্দোলন চলবে। প্রয়োজনে রাজপথ অবরোধ কর্মসূচী পালন করবো।
কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি কাজী ফয়েজুর রহমান, সহ-সভাপতি এবিএম আব্দুল কুদ্দুস, দফতর সম্পাদক ইনতাজ বিন হাকিমসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এ এইচ আর. ১২:৫২/১১.২৯.২০