অসমাপ্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চবি’র

অসমাপ্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চবি’র
অবশেষে আটকে থাকা অসমাপ্ত পরীক্ষা নেওয়ার বিষয়ে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগে স্থগিত হওয়া পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।এতে প্রথমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাসমূহ নেয়া হবে। পরবর্তীতে মাস্টার্সসহ অন্যান্য বর্ষের পরীক্ষা নেয়া হবে। তবে এসময় আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে— প্রথমে নেওয়া হবে অসমাপ্ত ভাইভা ও প্র্যাকটিক্যাল পরীক্ষা। পরবর্তীতে ধাপে ধাপে মাস্টার্স ও চতুর্থ বর্ষেরসহ অন্যান্য বর্ষের পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সভায় করোনার সংক্রমণের হার বৃদ্ধির বিষয় বিবেচনায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে বিভিন্ন বিভাগের অসমাপ্ত ভাইভা (মৌখিক পরীক্ষা) ও প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ধাপে ধাপে মাস্টার্স, চতুর্থ বর্ষ ও অন্যান্য বর্ষের অসমাপ্ত পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষার চূড়ান্ত রুটিন দেওয়া হবে।

এ বিষয়ে অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আতিকুর রহমান বলেন, ‘অসমাপ্ত পরীক্ষা নেওয়া সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ধাপে ধাপে অসমাপ্ত পরীক্ষাগুলো নেবো। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে অসমাপ্ত ভাইভা ও প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী মাস্টার্স ও চতুর্থ বর্ষসহ বাকিগুলো নেওয়া হবে।’

তিনি বলেন, ‘এক্ষেত্রে আমরা সভার সিদ্ধান্তগুলো কাল পরশুর মধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠাবো। পরবর্তীতে বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি ও অনুষদ অফিস সমন্বয় করে প্রক্টর অফিসের সাথে যোগাযোগ করবে। এরপর আমরা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সাথে আলোচনা করে রুটিন দেবো। আর বিভিন্ন বিভাগের পরীক্ষা একসাথে হবে না। একদিন এক বিভাগের পরীক্ষা হবে।সভায় উপস্থিত সবাই আবাসিক হল খোলার বিপক্ষে মত দিয়েছেন। যারা পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, তারা নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করবে।’

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রক্টর, সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক ও ছাত্র উপদেষ্টা।

বিষয়ে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগে স্থগিত হওয়া পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।এতে প্রথমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাসমূহ নেয়া হবে। পরবর্তীতে মাস্টার্সসহ অন্যান্য বর্ষের পরীক্ষা নেয়া হবে। তবে এসময় আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে— প্রথমে নেওয়া হবে অসমাপ্ত ভাইভা ও প্র্যাকটিক্যাল পরীক্ষা। পরবর্তীতে ধাপে ধাপে মাস্টার্স ও চতুর্থ বর্ষেরসহ অন্যান্য বর্ষের পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সভায় করোনার সংক্রমণের হার বৃদ্ধির বিষয় বিবেচনায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে বিভিন্ন বিভাগের অসমাপ্ত ভাইভা (মৌখিক পরীক্ষা) ও প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ধাপে ধাপে মাস্টার্স, চতুর্থ বর্ষ ও অন্যান্য বর্ষের অসমাপ্ত পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষার চূড়ান্ত রুটিন দেওয়া হবে।

এ বিষয়ে অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আতিকুর রহমান বলেন, ‘অসমাপ্ত পরীক্ষা নেওয়া সংক্রান্ত বিষয়ে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ধাপে ধাপে অসমাপ্ত পরীক্ষাগুলো নেবো। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে অসমাপ্ত ভাইভা ও প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। পরবর্তী মাস্টার্স ও চতুর্থ বর্ষসহ বাকিগুলো নেওয়া হবে।’

তিনি বলেন, ‘এক্ষেত্রে আমরা সভার সিদ্ধান্তগুলো কাল পরশুর মধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠাবো। পরবর্তীতে বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি ও অনুষদ অফিস সমন্বয় করে প্রক্টর অফিসের সাথে যোগাযোগ করবে। এরপর আমরা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সাথে আলোচনা করে রুটিন দেবো। আর বিভিন্ন বিভাগের পরীক্ষা একসাথে হবে না। একদিন এক বিভাগের পরীক্ষা হবে।সভায় উপস্থিত সবাই আবাসিক হল খোলার বিপক্ষে মত দিয়েছেন। যারা পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক, তারা নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করবে।’

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রক্টর, সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক ও ছাত্র উপদেষ্টা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন