বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, কমতে পারে দেশেও

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, কমতে পারে দেশেও

রেকর্ড গড়ার পর আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের মধ্যে পড়েছে সোনা। গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ১২২ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সাড়ে ১৪ হাজার টাকার ওপরে।


বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হওয়ায় বাংলাদেশে সোনার দাম কমানো হয়েছে। তবে বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে সোনার দাম কমার হার বেশ কম। ফলে দেশের বাজারে যেকোনো সময় সোনার দাম কমতে পারে। গত সপ্তাহে দুই দফায় দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে ৪ হাজার ১৯৯ টাকা।


তথ্য পর্যালোচায় দেখা যায়, বিশ্ববাজারে দফায় দফায় দাম বেড়ে গত ৩০ অক্টোবার প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ২ হাজার ৭৮৯ ডলারে উঠে। এই রেকর্ড দাম হওয়ার পর দিন থেকেই পতনের মধ্যে পড়ে সোনা। সেই দরপতনের ধারা এখনো অব্যাহত রয়েছে।


বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় বাংলাদেশে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়। ৩১ অক্টোবর সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ১ হাজার ৫৭৫ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।


বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারে যেমন সোনার দাম বাড়ানো হয়েছে, তেমনি বিশ্ববাজারে সোনা পতনের মধ্যে পড়লে দেশের বাজারেও সোনার দাম কমানো হচ্ছে। চলতি মাসে টানা চার দফা দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। এই চার দফায় ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমেছে ৯ হাজার ১৭ টাকা।


গত সপ্তাহে লেনদেন শুরুর সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৬৮৪ দশমিক ৪১ ডলার। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬২ দশমিক ৫৪ ডলারে। অর্থাৎ গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ১২১ দশমিক ৮৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৬২৫ টাকা (১ ডলার সমান ১২০ টাকা ধরা হয়েছে)।


বিশ্ববাজারে সোনার এই দাম কমার প্রেক্ষিতে গত সপ্তাহের ১৩ ও ১৫ নভেম্বর দুই দফায় দেশের বাজারে সোনার দাম কমানো হয়। এর মধ্যে ১৫ নভেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা কমানো হয়। আর ১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ৫১৯ টাকা। অর্থাৎ গত সপ্তাহের দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে ৪ হাজার ১৯৯ টাকা। এ হিসাবে বিশ্ববাজারে সোনার দাম যে পরিমাণ কমেছে, বাংলাদেশে তার তুলনায় ৭১ শতাংশ কম কমেছে।


বাজুসের এক সদস্য বলেন, নানা ইস্যুতে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক উত্থান হয়। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর সোনার দাম পতনের মধ্যে পড়েছে। গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়েছে। এর প্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। তবে বিশ্ববাজারের তুলনায় আমাদের বাজারে সোনার দাম কমার পরিমাণ তুলনামূলক কম। তাই বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করতে যে কোনো সময় দেশের বাজারে সোনার দাম কমানো হতে পারে।


বাংলাদেশে সোনার বর্তমান দাম
দেশের বাজারে সর্বশেষ গত ১৫ নভেম্বর সোনার দাম নির্ধারণ করা হয়েছে। বাজুস থেকে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫০৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৮০ টাকা কমিয়ে ১ লাখ ২৮ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৬৪ টাকা কমিয়ে ১ লাখ ১০ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৭৮ টাকা কমিয়ে ৯০ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে এই দামেই সোনা বিক্রি হচ্ছে।


কাফি 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না