সাউথইস্ট ব্যাংকে ক্যামেলস রেটিং ও ক্রেডিট রিস্ক বিষয়ে প্রশিক্ষণ

সাউথইস্ট ব্যাংকে ক্যামেলস রেটিং ও ক্রেডিট রিস্ক বিষয়ে প্রশিক্ষণ
সাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যাংকের ক্যামেলস রেটিং এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস) বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। গত বুধবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে হাইব্রিড পদ্ধতিতে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও ইনচার্জগণ, শাখা প্রধান ও ম্যানেজার অপারেশনসগণ, উপ-শাখার ইনচার্জ এবং অফশোর ব্যাংকিং ইউনিটের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন, বিভাগ-১ এর পরিচালক মিজানুর রহমান আকন অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তিনি “ক্যামেলস রেটিং এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস)” সম্পর্কে তার মূল্যবান বক্তব্য ও অভিজ্ঞতা বিনিময় করেন। এই রেটিং সিস্টেমগুলি আলোচনার মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন যা ব্যাংকের আর্থিক ঝুঁকি মূল্যায়ন, গ্রাহকের ঋণযোগ্যতা ও স্থিতিশীলতা নির্ধারণে অংশগ্রহণকারীদের সাম্যক ধারণা পেতে সাহায্য করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন কর্মসূচির উদ্বোধন করেন। হোসাইন তার বক্তব্যে ক্যামেলস রেটিং এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেমের (আইসিআরআরএস) প্রয়োজনীয়তা এবং গুরুত্বের উপর আলোকপাত করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক অফ-সাইট সুপারভিশন, বিভাগ-১ এর যুগ্ন-পরিচালক ইনামুল হক এবং রমজান আলী ব্যাংকের ক্যামেলস রেটিং নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয়াবলি আলোচনার পাশাপাশি ঋণগ্রহীতাদের ঋণযোগ্যতা মূল্যায়নের নতুন পদ্ধতি হিসেবে আইসিআরআরএসের ব্যবহারের বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান, আবিদুর রহমান চৌধুরী এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও গুরুত্বপূর্ণ নির্বাহীরা প্রশিক্ষণ কর্মসূচিতে সরাসরি উপস্থিত ছিলেন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি