বাজারে নতুন বিস্পোক এআই ফ্রিজ নিয়ে এলো স্যামসাং

বাজারে নতুন বিস্পোক এআই ফ্রিজ নিয়ে এলো স্যামসাং

দেশের বাজারে নতুন ও সর্বাধুনিক ‘বিস্পোক এআই’ প্রযুক্তি সুবিধাসম্পন্ন রেফ্রিজারেটর লাইনআপ উন্মোচন করেছে শীর্ষ কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং। হোম অ্যাপ্লায়েন্সের বাজারে স্মার্ট এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে এই রেফ্রিজারেটরগুলো।


রাজধানীর গুলশান ২-এ অবস্থিত র‍্যাংগস ই-মার্ট স্টোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন এই রেফ্রিজারেটর লাইনআপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ, ফারহানা করিম, ম্যানেজিং ডিরেক্টর, র‍্যানকন হোল্ডিংস লিমিটেড, শাহরিয়ার বিন লুৎফর, ডিরেক্টর ও হেড অব বিজনেস, স্যামসাং বাংলাদেশ, ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর, র‌্যাংগস ই-মার্ট এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।


নতুন এই লাইনআপে রয়েছে চারটি অত্যাধুনিক মডেল– আরটি৩১বি১, আরটি৩৫বি১, আরটি৩৫২২ এবং আরটি৪২বি১। ব্যবহারকারীদের নানা ধরণের প্রয়োজন মেটানোর উপযোগী করে এই রেফ্রিজারেটরগুলো ডিজাইন করা হয়েছে। প্রতিটি মডেলে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম মেটালিক ফিনিশ, কোটা ফিনিশ এবং গ্লাসের সমন্বয়ে তৈরি স্লিক, ফ্ল্যাট দরজা, যা আধুনিক গৃহস্থালির নান্দনিকতা ও সৌন্দর্য্যের চাহিদার সাথে পুরোপুরি মানানসই।


নতুন ফ্রিজগুলোতে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সব ফিচার, যা ব্যবহারকারীদের অনন্য স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। স্যামসাংয়ের স্মার্টথিংস এআই প্রযুক্তি ব্যবহারকারীদের রেফ্রিজারেটর ব্যবহারের অভ্যাস বিশ্লেষণ করে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে তার ধারণা দেয়, এবং নির্ধারিত সীমার বেশি বিদ্যুৎ ব্যবহৃত হলে সেভিং মোড চালুর পরামর্শ দেয়, ফলে বিদ্যুৎ বিল অনেকাংশে সাশ্রয় করা সম্ভব হয়। স্যামসাংয়ের স্পেসম্যাক্স ট্রেডমার্ক প্রযুক্তি রেফ্রিজারেটরগুলোতে যথেষ্ট ইন্টেরিয়র স্পেস নিশ্চিত করে, তাই ধারণক্ষমতা নিয়ে দুশ্চিন্তা ছাড়াই চাইলে পুরো সপ্তাহ বা মাসের বাজার একবারেই করে নেয়া যায়। জরুরি কোনো প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলেও সমস্যা নেই, কারণ স্মার্টথিংস অ্যাপ ব্যবহার করে ওয়াই-ফাই’এর মাধ্যমে দূর থেকেও নতুন লাইনআপের এই রেফ্রিজারেটরগুলো নিয়ন্ত্রণ করা যায়।


অনুষ্ঠানে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, গ্রাহকদের প্রাত্যহিক জীবনকে আরো সহজ ও উন্নত করার জন্য উদ্ভাবনীর চর্চা ও প্রয়োগ অব্যাহত রেখেছে স্যামসাং। আমাদের নতুন এআই-সাপোর্টেড ফ্রিজগুলো আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা গ্রাহকদের বিদ্যুৎ খরচ কমিয়ে আনার পাশাপাশি কমপ্রেসারের স্থায়িত্বও বাড়াবে। আধুনিক গৃহস্থালির জন্য এই রেফ্রিজারেটরগুলো সেরা সমাধান, কারণ এগুলো আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পরিবেশ বান্ধব জীবনযাপন নিশ্চিত করতে সক্ষম।


র‌্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, বর্তমানে বাড়ির রেফ্রিজারেটরকে সাধারণ গৃহস্থালি অনুষঙ্গ হিসেবে দেখা হয় না, এটি রীতিমতো ঘরের স্ট্যাটাস এবং গৃহীর রুচিরও পরিচয় বহন করে। গ্রাহকরা এখন ঘরের সাজসজ্জার মান ও ব্যবহারের স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এসব অ্যাপ্লায়েন্সের গুরুত্ব বুঝতে পারছেন। আমাদের নতুন রেফ্রিজারেটর লাইনআপ এক্ষেত্রে শতভাগ সন্তুষ্টি নিশ্চিত করতে পারে। নতুন এই রেফ্রিজারেটরগুলো ব্যবহারকারীদের রান্নাঘর ও ডাইনিং স্পেসের সৌন্দর্য অনেকগুণে বাড়িয়ে তুলবে।


রান্নাঘরের সবধরণের প্রয়োজন মেটাতে স্যামসাং এর নতুন লাইনআপের বেসপোক এআই রেফ্রিজারেটরগুলো আপনার সেরা সঙ্গী হতে পারে। রেফ্রিজারেটরগুলোর সেরা ডিজাইন ও ফিচারগুলো যাচাই করে দেখতে আগ্রহী ক্রেতাদের সারাদেশের স্যামসাং অনুমোদিত বিক্রয়কেন্দ্রে আমন্ত্রণ জানিয়েছে স্যামসাং।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি