আম্বালা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের বার্ষিক কর্মী সম্মেলন

আম্বালা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের বার্ষিক কর্মী সম্মেলন

চট্টগ্রাম বিভাগের প্রায় ৪ শতাধিক ক্রেডিট অফিসারদের নিয়ে দিনব্যাপি বার্ষিক কর্মী সম্মেলন শুরু করেছে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন।


আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ধানমন্ডি গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে কেক কেটে এই সম্মেলন উদ্বোধন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান।


আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ'র উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কিউ.এম গোলাম মাওলা। এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন পিকেএসএফ'র সহকারী মহাব্যবস্থাপক মো. আজমল হক খান ও ব্যবস্থাপক মো. মাহমুদুর রহমান।


এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আম্বালা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক, উপ-নির্বাহী পরিচালক দেওয়ান তৌফিকা হোসাইন স্বাথী, হেড অব মাইক্রোফিন্যান্স এসকে হাসানুজ্জামান, উপ-পরিচালক মিনহাজ মহসিন মিশু, সহকারি পরিচালক রাব্বি আলম মন্ডল, সহকারি পরিচালক রীপা খাতুন, সহকারি পরিচালক কাজী ফয়সাল ইসলাম, সহকারি পরিচালক মো. আব্দুল আলীম প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র চেয়ারম্যান জাকির আহমেদ খান ক্রেডিট অফিসারদের উদ্দেশ্যে বলেন, সবাই স্বপ্ন দেখো। স্বপ্ন যে দেখতে না জানে, তাঁর বাঁচার কোনো অধিকার নেই। আরিফ স্বপ্ন দেখেছে বলেই আম্বালা ফাউন্ডেশন আজ এতদূর এসেছে।


তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ভিক্ষা চায় না, সুযোগ চায়। সেই সুযোগ শুধু টাকার না, চিন্তার সুযোগ, স্বাধীনতার সুযোগ, কাজ করার সুযোগ, অপরকে সাহায্য করার সুযোগ, নিজেকে সম্মানিত করার সুযোগ। এরা আর কিছু চায় না। এসব সুযোগ পেলে বাঙালি অন্য বাঙালি হবে। সেই বাঙালি তোমরা আমাদের দেখাবে এই আশাবাদ ব্যক্ত করি।


স্বাগত বক্তব্যে আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার বলেন, ইতোমধ্যে আমরা বাংলাদেশে প্রথম ডিজিটাল পাশবুক চালু করেছি। এখন থেকে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে ডিজিটাইজেশনের মাধ্যমে। এতে একদিকে যেমন স্বচ্ছতা থাকবে, অন্যদিকে কার্যক্রম আরও গতিশীল হবে।


তিনি আরও বলেন, আমরা বর্তমানে ২১টি জেলায় কাজ করছি। আমাদের স্বপ্ন অনেক বড়, আমরা চাই আগামীতে দেশের ৬৪টি জেলাতেই আম্বালা ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হবে। সেই সক্ষমতা আমাদের রয়েছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি