প্রেসিডেন্ট বাশারের পালানোর গুঞ্জন

প্রেসিডেন্ট বাশারের পালানোর গুঞ্জন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। দুজন জ্যেষ্ঠ সিরীয় কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। বিদ্রোহী বাহিনী দাবি করেছে যে তারা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে।

শহরে গুলির শব্দ শোনার খবর জানান বাসিন্দারা। একজন বাসিন্দা সিএনএনকে জানান যে বিরোধী যোদ্ধারা বারজেহ এলাকার মধ্যে প্রবেশ করেছেন এবং সেখানে সংঘর্ষ চলছে। বিদ্যুৎ চলে গেছে এবং ইন্টারনেট খুব ধীর, মানুষ তাদের ঘরেই অবস্থান করছে বলে জানান তিনি।


রয়টার্স দুজনের সঙ্গে কথা বলতে পেরেছে, যারা গুলির শব্দ শুনেছেন। তবে গুলির শব্দ কোন দিক বা কোন স্থান থেকে আসছে তা এখনো স্পষ্ট নয়।


সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) আগেই দাবি করে, তারা দামেস্কের উত্তর দিকের হোমস শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। রাজধানী ঘেরাও করছে।


এইচটিএস দেড় সপ্তাহ আগে আক্রমণ শুরু করে। এরপর তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নেয়।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচএস) জানায়, সিরিয়ান সেনা ও নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যকে তাদের সামরিক ইউনিফর্ম খুলে ফেলতে দেখা যাচ্ছে, কারণ তাদের বলা হয়েছে, সরকার পতনের কারণে তারা চাকরি থেকে অব্যাহতি পেয়েছে।


দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ উড়ে যাওয়ার পর তাদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বাশার ২০০০ সালে তার বাবা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর ক্ষমতায় আসেন।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না