8194460 হজ এজেন্সিগুলোর সঙ্গে সাউথইস্ট ব্যাংকের অংশীদারিত্ব সভা - OrthosSongbad Archive

হজ এজেন্সিগুলোর সঙ্গে সাউথইস্ট ব্যাংকের অংশীদারিত্ব সভা

হজ এজেন্সিগুলোর সঙ্গে সাউথইস্ট ব্যাংকের অংশীদারিত্ব সভা

দেশের শীর্ষস্থানীয় হজ এজেন্সিগুলোর প্রতিনিধিদের সঙ্গে একটি সফল ও কার্যকরী পরিচিতি এবং অংশীদারিত্ব সভার আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম. এ. কাসেম উপস্থিত ছিলেন।


এই উদ্যোগ ব্যাংকের হজ এজেন্সিগুলোর সঙ্গে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার এবং হজ যাত্রীদের সেবায় উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।


সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান অনুষ্ঠানে এম. এ. কাশেম হজ যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে সহযোগিতা এবং উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে সাউথইস্ট ব্যাংক নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে এজেন্সি এবং আল্লাহর মেহমান হাজীগণ তাদের আধ্যাত্মিক যাত্রার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মাছুম উদ্দিন খান এবং আবিদুর রহমান চৌধুরী। এছাড়াও বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


২০১০ সাল থেকে সাউথইস্ট ব্যাংক অত্যন্ত সুনামের সঙ্গে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সুবিধার্থে হজ মানি কালেকশন সেবা প্রদান করে আসছে। এর পাশাপাশি, ব্যাংক হজ যাত্রীদের জন্য নির্ভরযোগ্য, সুরক্ষিত ও সুবিধাজনক অর্থ স্থানান্তর সেবা নিশ্চিত করতে হজ রেমিট্যান্স সার্ভিস এবং হজ ক্রেডিট কার্ড, ট্রাভেল কার্ড ও অন্যান্য আর্থিক সেবা প্রদান করে আসছে। এই সেবাগুলো কেবলমাত্র মুনাফা লাভের জন্য নয়, বরং এর উদ্দেশ্য হলো আল্লাহর মেহমান হাজী সাহেবানদের সম্মান জানানো এবং তাঁদের সহায়তা করা। হাব-এর বেশিরভাগ বর্তমান ও প্রাক্তন সদস্যই সাউথইস্ট ব্যাংকের গ্রাহক।


সাউথইস্ট ব্যাংক এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং অংশীদারিত্ব ও সেবার উৎকর্ষতার এই যাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি