শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

চাঁদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনস্বার্থ রক্ষা করে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে সমন্বিত রাখার লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করা হয়েছে।


রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার আয়োজনে শহরের পৌর পুরাতন বাসস্টান্ডে এই বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে পতন করেছি। তার মানে এই নয় যে আমরা এক স্বৈরাচারের পতন ঘটিয়ে আরেক স্বৈরাচারকে জায়গা করে দিবো। কাজেই আপনারা সাবধান থাকুন।



সমাবেশ সমন্বয়করা বলেন, আমরা চাঁদপুরে কোন প্রকার বিশৃঙ্খলা চাইনা। কোন হামলা, লুট পাট, সাধারণ মানুষকে হুমকি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন এমনটা আমরা কোন স্বৈরাচারকে করতে দিবোনা। এসব বন্ধ করতে হবে। কারণ আমাদের আন্দোলনে জড়িয়ে আছে আবু সাইদ ও মুগ্ধ সহ অসংখ্য শহীদের রক্ত। তাদের রক্তকে আমরা বৃথা যেতে দিবোনা। আমরা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে সমন্বিত রাখতে প্রয়োজনে আরো একবার যুদ্ধ করবো। আরো একবার রক্ত দিবো। তবুও কোনো স্বৈরাচারকে রাজত্ব করতে দিবোনা। মেঘনা নদীতে এখনো বালু উত্তোলন করছে একটি গোষ্ঠি। অবিলম্বে মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে।


বিকেল ৩টা থেকে এই সমাবেশ শুরু হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন সমন্বয়কের বক্তব্য এবং বিভিন্ন শ্লোগানের মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত চলে এ বিক্ষোভ ও সংহতি সমাবেশ। সমাবেশে বিপুল ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট