মারা গেছেন স্বনামধন্য সংবাদ পাঠক সালেহ আকরাম

মারা গেছেন স্বনামধন্য সংবাদ পাঠক সালেহ আকরাম

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বনামধন্য সংবাদ পাঠক সালেহ আকরাম আর নেই। শনিবার (২১ ডিসেম্বর) রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।


রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ টেলিভশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।


বিটিভির ফেসবুক পেজে লেখা হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের স্বনামধন্য বাংলা সংবাদ পাঠক সালেহ আকরাম শনিবার রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। আগামী বুধবার (২৫ ডিসেম্বর) তার জানাজা অনুষ্ঠিত হবে।


সালেহ আকরামের জন্ম ফরিদপুর। তিনি পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সত্তরের দশকে তিনি সংবাদ পাঠক হিসেবে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। দেশের বরেণ্য সংবাদ পাঠকদের মধ্যে অন্যতম তিনি। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে যুক্ত হন সালেহ আকরাম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসিন, সম্পাদক শাওন
ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার, সম্পাদক সফিক শাহীন
সাংবাদিকদের সুরক্ষা ও সংবাদমাধ্যমের অধিকার নিশ্চিতের আহ্বান এমসিএফের
বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি
সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন
জনগণের কাছে নতুন দলের জন্য নাম-প্রতীক চেয়েছেন শিক্ষার্থীরা
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
এবিসি’র সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ রঞ্জন
গণমাধ্যম সংস্কার কমিশনের সভায় চাঁদপুরের সাংবাদিকদের একগুচ্ছ সুপারিশ
আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব