এবিসি’র সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ রঞ্জন

এবিসি’র সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ রঞ্জন

সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এবং রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন দেবাশীষ রঞ্জন সরকার।


শুক্রবার (১০ জানুয়ারী) ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে এবিসি’র ফ্যামিলি ডে ২০২৫ অনুষ্ঠানে কণ্ঠ ভোটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গতকাল শুক্রবার এবিসি’র ফ্যামিলি ডে ২০২৫ অনুষ্ঠিত হয়। সেখানে বার্ষিক সাধারণ সভার অংশে কণ্ঠ ভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ২৩ সদস্যের এ কার্যনির্বাহী কমিটি গঠন হয়।


এদেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) বদ্ধপরিকর। মিডিয়া ভিত্তিক সকল সংগঠনের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে চায় টিভি-রেডিওর সকল উপস্থাপকদের এই ফোরাম।


ইতিহাস সাক্ষী ছাত্র-জনতা বিপ্লবে এবিসির সদস্যদের ছিল সক্রিয় ভূমিকা। আগস্ট-সেপ্টেম্বরের বন্যা মোকাবিলা ও পূনর্বাসনে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়ায় অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)।


গত ৭ মাসে এড হক কমিটির অধীনে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও ওয়ার্কশপসহ নানান ইভেন্ট অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এবং রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) যাত্রা শুরু করে ২০২৪ এর ৭ জুন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসিন, সম্পাদক শাওন
ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার, সম্পাদক সফিক শাহীন
সাংবাদিকদের সুরক্ষা ও সংবাদমাধ্যমের অধিকার নিশ্চিতের আহ্বান এমসিএফের
বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি
সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৩ দিন
জনগণের কাছে নতুন দলের জন্য নাম-প্রতীক চেয়েছেন শিক্ষার্থীরা
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
এবিসি’র সভাপতি জাফরী, মহাসচিব দেবাশীষ রঞ্জন
গণমাধ্যম সংস্কার কমিশনের সভায় চাঁদপুরের সাংবাদিকদের একগুচ্ছ সুপারিশ
আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব