সাউথইস্ট ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা

সাউথইস্ট ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা

সাউথইস্ট ব্যাংক পিএলসির শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৭২তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।


ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ কাশেমী মহোদয় সভায় সভাপতিত্ব করেন।


এছাড়া শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ ড. মুহাম্মদ হায়দার আলি আকন, এম. এ. কাশেম, আলমগীর কবীর, আজিম উদ্দিন আহমেদ, মো. নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি) এবং সাউথইস্ট ব্যাংক পিলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের ইসলামিক শাখাসমূহের সার্বিক কার্যক্রম যেমন- আমানত সংগ্রহ, বিনিয়োগ কার্যক্রম এবং গ্রাহকসেবা প্রদান প্রক্রিয়া বিশদভাবে পর্যালোচনা করা হয়। সুপারভাইজরি কমিটি উল্লিখিত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শাখাগুলোর ধারাবাহিক সাফল্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


গ্রাহকগণকে শরীয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের ১৩০টি কনভেনশনাল শাখায় স্থাপিত ইসলামিক সার্ভিস ডেস্ক (আইবিএসডি) সমূহের পারফরম্যান্স এবং কর্মপরিকল্পনা নিয়েও উক্ত সভায় বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি এ পরিষেবার মানোন্নয়নের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং গ্রাহকদের শরীয়াহসম্মত সেবা প্রদান নিশ্চিত করার জন্য শাখাগুলোর প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ বাড়ানোর সুপারিশ করেন।


সভায় প্রস্তাবিত “ইসলামিক ব্যাংক কোম্পানী এক্ট-২০২৪” এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত আইনের বিভিন্ন ধারা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানানোর জন্য কমিটি মতামত প্রদান করেন।


সুপারভাইজরি কমিটি শরীয়াহ নীতিমালা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান এবং ব্যাংকের গ্রাহকদের প্রতি শরীয়াহসম্মত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে গিয়ে কমিটি ব্যাংকের শরীয়াভিত্তিক বিভিন্ন নতুন প্রোডাক্ট উন্নয়ন ও বিদ্যমান প্রোডাক্টের কার্যকারিতা পর্যালোচনা করেন।


সভায় ২০২৫ সালে সাউথইস্ট ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি