মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি ও সিবিও হলেন জাহিদ হোসেন

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি ও সিবিও হলেন জাহিদ হোসেন

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চীফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন ড. মোঃ জাহিদ হোসেন।


এর আগে তিনি ব্যাংক এশিয়ায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকিং সেক্টরে ২৯ বছরের অধিক বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


বিজনেস ডেভেলপমেন্ট-স্পেশাল ফোকাস অন কর্পোরেট ব্যাংকিং, অ্যাসেট কোয়ালিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স এন্ড কন্ট্রোল বিষয়ে ড. জাহিদের রয়েছে বিশেষ দক্ষতা। ড. জাহিদ ১৯৯৬ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে প্রবেশনারী অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ব্যাংক এশিয়ায় যোগদান করেন, সেখানে তিনি দীর্ঘ ২১ বছরের বেশি সময় শাখা পর্যায়ে ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বপালন করেন।


ড. জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং ফিন্যান্স থেকে এম.কম করেছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) অর্জন করেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি বক্তা হিসেবে পাঠদান করে থাকেন।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি