বিকাশের পেমেন্ট প্ল্যাটফর্মে যুক্ত হলো ৬ মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ৭ লাখ গ্রাহক

বিকাশের পেমেন্ট প্ল্যাটফর্মে যুক্ত হলো ৬ মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ৭ লাখ গ্রাহক

দেশের আরও ৬টি শীর্ষস্থানীয় মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ৭ লাখেরও বেশি সদস্যের সঞ্চয় ও ঋণের কিস্তি জমা দেয়া সহজ, দ্রুত ও নিরাপদ হলো বিকাশে। প্রতিষ্ঠানগুলোর সদস্যরা এখন বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে সহজ কয়েকটি ধাপে এই কিস্তি জমা দিতে পারবেন।


এ লক্ষ্যে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই), গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ), নবলোক পরিষদ এবং মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এমডিও) সাথে চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ। এই মুহূর্তে এই ৬টিসহ ২৫টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি সদস্যের সঞ্চয় ও ঋণের টাকা সহজেই জমা দেয়ার সুযোগ তৈরি হলো বিকাশ অ্যাপের মাধ্যমে।


সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এ বিষয়ে আলাদা আলাদা চুক্তিতে স্বাক্ষর করেন।


এসময় পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এর পরিচালক-ইইএস মো. মশিহুর রহমান, সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভসের নির্বাহী পরিচালক সামছুল হক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জহিরুল আলম, নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক (অর্থ ও ঋণ) মো. আলতাফ হোসেন, মডার্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মো. মাছউদ আহমেদ রোকনী, ডাটাসফটেরর প্রেসিডেন্ট এম. মনজুর মাহ্‌মুদ সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব এই সল্যুশন নিয়ে এসেছে বিকাশ। এর ফলে একদিকে যেমন গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের টাকা পাঠানো নিরাপদ ও নিশ্চিন্ত হয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও ঋণ আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরও সহজ এবং সময়সাশ্রয়ী হয়েছে।


উল্লেখ্য, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও কুটির শিল্প, পরিবারের স্বাস্থ্য, শিক্ষা, জীবনমান উন্নয়ন সহ নানা খাতে ক্ষুদ্রঋণ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি