আর্থিক সুরক্ষায় গার্ডিয়ান লাইফ ও বাংলাদেশ ফাইন্যান্সের নতুন উদ্যোগ

আর্থিক সুরক্ষায় গার্ডিয়ান লাইফ ও বাংলাদেশ ফাইন্যান্সের নতুন উদ্যোগ

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড একত্রিত হয়ে গ্রাহকদের অত্যাধুনিক বীমা সেবা প্রদানের লক্ষ্যে কাজ শুরু করতে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নের প্রাথমিক যাত্রা হিসেবে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সের গ্রাহকরা গার্ডিয়ান লাইফের জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।


এই চুক্তির মূল লক্ষ্য হলো গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য সহজ, উদ্ভাবনী এবং সমন্বিত সেবা প্রদান করা। উভয় প্রতিষ্ঠান তাদের সম্মিলিত দক্ষতা ব্যবহার করে গ্রাহকদের জন্য এমন একটি ওয়ান-স্টপ সল্যুশন তৈরি করার পরিকল্পনা করছে,যেখানে জীবন বীমা ও আর্থিক সেবার সকল চাহিদা পূরণে সক্ষম হবে।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) শেখ রকিবুল করিম এবং বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. কায়সার হামিদ উপস্থিত ছিলেন। এছাড়াও, উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নেন।


উভয় প্রতিষ্ঠানের মতে, এই উদ্যোগ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা গ্রাহকদের জন্যে সহজ এবং নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা প্রদান করবে। এই অংশীদারিত্ব বীমা খাতের প্রসার এবং গ্রাহকদের আর্থিক সেবা গ্রহণের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি