স্ত্রীসহ করোনায় আক্রান্ত অভিনেতা ফারুক

স্ত্রীসহ করোনায় আক্রান্ত অভিনেতা ফারুক
অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক ১৫ নভেম্বর করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হন। এরপর গত সপ্তাহে কিছু সুস্থতা বোধ করলে ফিরেছিলেন বাসায়। কিন্তু ৩ ডিসেম্বর তার স্ত্রী ফারহানা ফারুকেরও করোনা পজিটিভ আসে। এখন তারা দুজনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ফারুকের মেয়ে তুলসি।

এই খবর নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি অভিনয় শিল্পী আসমা পাঠান রুম্পা।স্বামী-স্ত্রী দুজনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন।

এর আগে গেল মাসের মাঝামাঝি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরে করোনায় আক্রান্ত হন নায়ক ফারুক। ১৫ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপরদিন সন্ধ্যা ৬টায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসায় করোনা জয় করে বাসায় ফিরেছিলেন এই চলচ্চিত্র অভিনেতা ও রাজনীতিবিদ।

ফারুক জানান, দ্বিতীয় দফায় করোনা পজিটিভ হলেও আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি। দোয়া চেয়েছেন সবার কাছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার