ফোর্বস সাধারণত বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, সবচেয়ে বেশি আয় করা সেলিব্রেটি, শীর্ষ কোম্পানি, শক্তিশালী ব্যক্তি প্রভৃতির তালিকার জন্য বিখ্যাত। সাময়িকীটি তাদের এশিয়া’র ২০০ বেস্ট আন্ডার এ বিলিয়ন ২০২০ র্যাংকিং’ এর প্রতিবেদনে বলছে, স্কয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানি ওষুধ ও রাসায়নিক দ্রব্যের ব্যবসা করে থাকে। যাতে করে তাদের বিক্রির পরিমাণ প্রায় ৫১২ মিলিয়ন মার্কিন ডলার, আর প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় ১.৭১৬ বিলিয়ন ডলার। ৯ হাজার ২৩৪ জন কর্মী নিয়ে প্রতিষ্ঠানটির নিট আয় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।
তালিকায় স্থান পাওয়া ওষুধ খাতেরই আরেক প্রতিষ্ঠান রেনেটার বিক্রির পরিমাণ ২৭১ মিলিয়ন মার্কিন ডলার, আর প্রতিষ্ঠানটির বাজার মূল্য ১.০৭১ বিলিয়ন ডলার। ৭ হাজার ৩২৪ জন কর্মীর এ প্রতিষ্ঠানটির নিট আয় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
তুলনামূলক নতুন হলেও বাংলাদেশে পাদুকা খাতের প্রতিষ্ঠান ফরচুন সুজ ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে ফোর্বস। তাদের বিক্রির পরিমাণ প্রায় ১৮ মিলিয়ন ডলার, যার বাজার মূল্য ২৮ মিলিয়ন ডলার। যার মধ্যে নিট আয় ৩ মিলিয়ন ডলার। আর প্রতিষ্ঠানটির কর্মী রয়েছেন ১ হাজার ৭২৩ জন। সূত্র: ফোর্বস