সালমান পরিবারের এক হাজার ৯৬৭ শতাংশ সম্পত্তি ক্রোকের আদেশ

সালমান পরিবারের এক হাজার ৯৬৭ শতাংশ সম্পত্তি ক্রোকের আদেশ

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান ফজলুর রহমান এবং ভাই এ এস এফ রহমানের নামে থাকা এক হাজার ৯৬৭ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


এদিন সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান ফজলুর রহমান ও এ এস এফ রহমানের নামে থাকা ৬৮টি স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করে সিআইডি। শুনানি শেষে আদালত এ সম্পদ ক্রোকের আদেশ দেন।


সালমান এফ রহমান ও তার ছেলের নামে থাকা যেসব সম্পদ ক্রোকের আদেশ সম্পদগুলো ঢাকার দোহার এলাকায় অবস্থিত। এ সম্পদের অর্থমূল্য দেখানো হয়েছে নয় কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা।


এর আগে গত ১৮ সেপ্টেম্বর রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের স্বত্বাধিকারী সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করে সিআইডি।


রাষ্ট্রপক্ষ বলছে, এসব মামলার তদন্তের স্বার্থে সালমান এফ রহমান ও তার পরিবারের নামে থাকা সম্পদ ক্রোকের আবেদন করা হয়।



আর্কাইভ থেকে

আরও পড়ুন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করলো সরকার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের ১৪৬ হিসাব খতিয়ে দেখবে দুদক
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনার বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ