সাউথইস্ট ব্যাংকের ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য ‘প্রিমিয়াম ভিসা সিগনেচার’ ক্রেডিট কার্ড উদ্বোধন করেছে। যা উচ্চ আয়ের পেশাজীবী, কর্পোরেট কর্মকর্তা এবং ঘন ঘন ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।


সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে কার্ডটির উদ্বোধন করা হয়। এসময় ব্যাংক ও ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই নতুন ক্রেডিট কার্ডটি আধুনিক লাইফষ্টাইল ও ভ্রমণের চাহিদার কথা বিবেচনা করে বিশেষ কিছু সুবিধা প্রদান করছে। যার মধ্যে উল্লেখযোগ্য: এয়ারপোর্ট লাউঞ্জ এক্সেস: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেশীয় ও আন্তর্জাতিক লাউঞ্জে বিনামূল্যে প্রবেশাধিকার, বিশেষ ডাইনিং অফার: দেশের শীর্ষস্থানীয় ৫-তারকা হোটেলগুলোর ব্যুফে ‘বাই-ওয়ান-গেট-ওয়ান-ফ্রি’ অফার, ক্যাশব্যাক সুবিধা: সারা বছর কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা, বিনামূল্যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস: বিমানবন্দর যাতায়াতের জন্য সাশ্রয়ী ও ঝামেলামুক্ত সেবা, বিমা সুবিধা: কার্ডধারীর অনাকাঙ্ধিসঢ়;ক্ষত মৃত্যু হলে বকেয়া বিল পরিশোধের নিশ্চয়তা, রিওয়ার্ড পয়েন্ট: প্রতিটি লেনদেনের মাধ্যমে পয়েন্ট অর্জন এবং তা ক্যাশব্যাকে রূপান্তরের সুযোগ, উচ্চ ক্রেডিট সীমা: গ্রাহকদের জন্য বৃহত্তর আর্থিক স্বাধীনতা।


সাউথইস্ট ব্যাংকের প্রিমিয়াম ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড এখন গ্রাহকদের জন্য উপলব্ধ, যা তাদের কেনাকাটা ও ভ্রমণ অভিজ্ঞতাকে আরও উন্নত করবে এবং দেশ-বিদেশে এক্সক্লুসিভ সুবিধা প্রদান করবে।


উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, আমাদের লক্ষ্য সবসময় গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুবিধাসম্পন্ন আর্থিক সেবা প্রদান করা।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী, এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি