সোমবার (০৭ ডিসেম্বর) কোম্পানির বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ ‘নো’ ডিভিডেন্ট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য বছর অর্থাৎ ২০১৮-২০১৯ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩১ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয়(ইপিএস) ছিল ৫ পয়সা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৩০ পয়সা। এর আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ১৯ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।