চূড়ান্ত লাইসেন্স পেল সিটিজেন ব্যাংক

চূড়ান্ত লাইসেন্স পেল সিটিজেন ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চূড়ান্ত লাইসেন্স পেল সিটিজেন ব্যাংক। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন এ ব্যাংকটির অনুকূলে লাইসেন্স ইস্যু করার বিষয়ে সম্মতি দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত লাইসেন্স পেল সিটিজেন ব্যাংক সুত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেন ও পিপলস নামে নতুন তিনটি ব্যাংকের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ইতিপূর্বে লাইসেন্স পেয়েছে। পরিচালনা পর্ষদের আজকের সভায় সিটিজেন ব্যাংকের লাইসেন্স ইস্যুর বিষয়ে সম্মতি দেয়া হয়।

ব্যাংক স্থাপনের সম্মতিপত্র বা এলওআই ইস্যু করার পর বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক মূলধনের ৫০০ কোটি টাকা জমা দিয়ে এরই মধ্যে লাইসেন্স নিয়েছে। এখন ব্যাংকটি শাখা খোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন জানিয়েছে। শাখার লাইসেন্স পেলে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করবে। এরই মধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘লোগো’ উম্মোচন করা হয়েছে।

এখন মূলধনের ৫০০ কোটি টাকা জমা দেয়ার পর সিটিজেন ব্যাংকের অনুকূলে লাইসেন্স ইস্যু করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। নতুন ব্যাংকটি কার্যক্রম শুরু করলে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা দাঁড়াবে ৬১।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি