গত সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো. জামাল উদ্দীন-বিশ্বজিৎ ভট্টাচার্য্য আনারস প্রতীক নিয়ে এবং সুকোমল বিকাশ শীল-মোহাম্মদ হাবিবুল ইসলাম মিলু ছাতা প্রতীক নিয়ে পৃথক দুই প্যানেলে নিবার্চনে প্রতিদ্বন্ধিতা করছেন।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আজ বেলা ১২.০০ ঘটিকা থেকে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার ৪০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এতে বলা হয়েছে, ২০২১-২২ কার্যকরী বছরের নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ রাসেল হলের প্রভোস্ট ও মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান।
এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ূন কবির, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান এবং প্রকৌশল দপ্তরের সিনিয়র টেকনিশিয়ান ও কর্মচারী ক্লাবের সাবেক সভাপতি মো. বেলায়েত হোসেন দায়িত্ব পালন করছেন।