রমজানে সুপারস্টোরে বিকাশ পেমেন্টে কেনাকাটায় ডিসকাউন্ট কুপন

রমজানে সুপারস্টোরে বিকাশ পেমেন্টে কেনাকাটায় ডিসকাউন্ট কুপন

প্রতিবারের মতো এবারও পুরো রমজান মাস ও ঈদের কেনাকাটায় দেশের শীর্ষ সুপারস্টোরগুলোয় বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট। সুপারস্টোরভেদে ‘R2’ এবং ‘R3’ কুপন ব্যবহার করে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন গ্রাহকরা।


সুপারস্টোরগুলোয় কেনাকাটা শেষে বিকাশ অ্যাপে ‘R2’ কুপন কোড যোগ করে ন্যূনতম ১,৫০০ টাকা পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। এই প্রক্রিয়ায় একজন গ্রাহক দিনে এক বার এবং অফার চলাকালীন তিন বারে মোট ১৫০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন।


বিকাশ অ্যাপে ‘R2’ কুপন যোগ করে ন্যূনতম ১,৫০০ টাকা বিকাশ পেমেন্টে ৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে মীনাবাজার, ইউনিমার্ট, ডেইলি শপিং, আগোরা, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, আপন ফ্যামিলি মার্টসহ আরও বেশ কয়েকটি সুপারস্টোরে। অফার সম্পর্কে বিস্তারিত দেখা যাবে এই লিংকে- https://www.bkash.com/campaign/ramadan-offer-superstore-2025।


এদিকে, সুপারস্টোর ব্র্যান্ড স্বপ্ন-এর বিভিন্ন আউটলেটে ‘R3’ কুপন ব্যবহার করে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে একবার ৫০ টাকা এবং অফার চলাকালীন তিন বারে সর্বোচ্চ ১৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট উপভোগ করা যাবে। স্বপ্ন সুপারস্টোরে ডিসকাউন্ট অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/ramadan-offer-shwapno-2025


উল্লেখ্য, কুপন কোড যোগ করে বিকাশ অ্যাপ, কিউআর কোড এবং বিকাশ বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকরা এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। উভয় ক্যাম্পেইনের ক্ষেত্রেই ডিসকাউন্ট কুপনের মেয়াদ থাকবে ০১ এপ্রিল, ২০২৫ পর্যন্ত।


পেমেন্ট করার সময় গ্রাহকেরা বিকাশ অ্যাপের ‘পেমেন্ট’ সেকশন এর “কুপন/প্রোমোকোড” অপশন থেকে কুপন যোগ করে নিতে পারবেন। আবার অ্যাপের মেন্যু থেকেও কুপন আইকনে ট্যাপ করেও কোডটি যোগ করা যাবে। সুপারস্টোরভেদে ‘R2’ এবং ‘R3’ কুপনের প্রতিটি একই দিনে ০১ বার করে ব্যবহার করা যাবে। উল্লেখ্য, নতুন কুপন ব্যবহার করার জন্য পূর্বের অব্যবহৃত কুপনটি আগে ব্যবহার করতে হবে। একটি কুপন শুধু একটি পেমেন্টের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি