উপায় ও জয়তুন বিজনেস সলিউশনসের মধ্যে অংশীদারত্ব চুক্তি

উপায় ও জয়তুন বিজনেস সলিউশনসের মধ্যে অংশীদারত্ব চুক্তি

বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান উপায় সম্প্রতি জয়তুন বিজনেস সলিউশনসের সঙ্গে এক গুরুত্বপর্ণ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারত্ব বাংলাদেশে, বিশেষ করে সুবিধাবঞ্চিত গ্রামীণ অঞ্চলে, ডিজিটাল অন্তর্ভুক্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।


এই সহযোগিতার মাধ্যমে জয়তুন-এর ভিলেজ ডিজিটাল বুথ (ভিডিবি) উপায়-এর অনুমোদিত ডিজিটাল এজেন্ট হিসেবে কাজ করবে, যার মাধ্যমে মোবাইল ব্যাংকিং, বিল পেমেন্ট, রেমিট্যান্স সার্ভিস এবং ডিজিটাল লেন্ডিং সহ নির্বিঘ্ন আর্থিক লেনদেন ও সেবা প্রদান করা হবে।


এই অংশীদারত্বের প্রাথমিক কার্যক্রম রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ এবং চট্টগ্রামে শুরু হবে, এরপর পর সারাদেশে সম্প্রসারণ করা হবে।


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ আর্থিক সেবায় ডিজিটাল সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি প্রগতিশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে, ইউসিবি আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নেওয়ার উদ্যোগগুলোকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। উপায় এবং জয়তুন সলিউশনসের মধ্যে এই অংশীদারত্ব সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।


ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড উপায়-এর বোর্ড অব ডাইরেক্টরসের সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন এই উদ্যোগ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জয়তুন বিজনেস সলিউশনসের সঙ্গে এই অংশীদারত্ব চুক্তির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে আরেকধাপ এগিয়ে নেওয়া। এমনকি সবচেয়ে দুর্গম অঞ্চলেও ডিজিটাল লেনদেনকে আরও সহজলভ্য করে তোলা সম্ভব হবে।


জয়তুন সলিউশনসের চেয়ারম্যান মো. আরফান আলী এই সহযোগিতার প্রভাব তুলে ধরে বলেন, সুবিধাবঞ্চিত অঞ্চলে আর্থিক প্রবেশগম্যতা বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য। উপায়-এর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা একটি বিশ্বস্ত ও উদ্ভাবনী এমএফএস সেবা প্রদানকারীকে সেইসব সম্প্রদায়ের কাছে নিয়ে যাচ্ছি যাদের সবচেয়ে বেশি প্রয়োজন।


এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জয়তুন বিজনেস সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন; জয়তুন বিজনেস সলিউশনসের হেড অব বিজনেস মো. খাদেমুল ইসলাম; ইউসিবির প্রধান যোগাযোগ কর্মকর্তা জীশান কিংশুক হক; উপায়-এর হেড অব বিজনেস মো. মাহবুব সোবহান; উপায়-এর কর্পোরেট সেলস প্রধান সাজ্জাদ আলম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি