গতকাল বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকালে বিসিক সম্মেলন কক্ষে সম্প্রসারণ বিভাগ আয়োজিত শিল্প নিবন্ধন সেবা সহজীকরণ ও নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠান শেষে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের ই-নিবন্ধন পাইলট কার্যক্রম শুরু হয়েছিল।
অনলাইনে ই-নিবন্ধন কর্মসূচির আওতায় এ কার্যক্রম চালু করতে যাচ্ছে বিসিক। গতকাল বিসিক আইসিটি সেলে শিল্পের ই-নিবন্ধনের পাইলট কার্যক্রম শুরু হয়। এ মাসের শেষ সপ্তাহে ই-নিবন্ধন কার্যক্রম পুরোদমে চালু করার আশা করছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে বিসিক পরিচালনা পর্ষদের সদস্য ও প্রতিটি বিভাগ ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন। শিল্প নিবন্ধন সেবা সহজীকরণ ও নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান।