শিল্পের ই-নিবন্ধন প্রদান করবে বিসিক

শিল্পের ই-নিবন্ধন প্রদান করবে বিসিক
অনলাইনের মাধ্যমে শিল্প নিবন্ধনের আবেদনপত্র গ্রহণ করে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের ই-নিবন্ধন প্রদান করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

গতকাল বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকালে বিসিক সম্মেলন কক্ষে সম্প্রসারণ বিভাগ আয়োজিত শিল্প নিবন্ধন সেবা সহজীকরণ ও নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠান শেষে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের ই-নিবন্ধন পাইলট কার্যক্রম শুরু হয়েছিল।

অনলাইনে ই-নিবন্ধন কর্মসূচির আওতায় এ কার্যক্রম চালু করতে যাচ্ছে বিসিক। গতকাল বিসিক আইসিটি সেলে শিল্পের ই-নিবন্ধনের পাইলট কার্যক্রম শুরু হয়। এ মাসের শেষ সপ্তাহে ই-নিবন্ধন কার্যক্রম পুরোদমে চালু করার আশা করছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে বিসিক পরিচালনা পর্ষদের সদস্য ও প্রতিটি বিভাগ ও শাখাপ্রধানরা উপস্থিত ছিলেন। শিল্প নিবন্ধন সেবা সহজীকরণ ও নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি