আগামী বছরের দাভোস সম্মেলন সিঙ্গাপুরে

আগামী বছরের দাভোস সম্মেলন সিঙ্গাপুরে
করোনার কবলে পড়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও ক্রীড়া আসরগুলো একের পর স্থগিত হয়েছে। এমনকি কোনো কোনো আসরের স্থানও পরিবর্তন হয়েছে করোনার কারণে। একই ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ২০২১ সালে নির্ধারিত দাভোস সম্মেলনও। বিশ্ব অর্থনৈতিক ফোরাম সোমবার বলেছে, করোনার কারণে সম্মেলনটি সুইজারল্যান্ড থেকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়েছে। আগামী বছর ১৩ থেকে ১৬ মে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঐতিহ্যগতভাবে বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের নিয়ে সুইজারল্যান্ডের দাভোস শহরে সম্মেলনটি অনুষ্ঠিত হয় প্রতি বছর জানুয়ারিতে। কিন্তু ইউরোপজুড়ে মহামারীর দ্বিতীয় ঝড় অব্যাহত থাকায় আগেই এ সম্মেলন স্থগিত করা হয় মে পর্যন্ত। এবার এসে বদলে গেল স্থানও। এর আগে অক্টোবরেও একবার পরিবর্তন হয়েছিল স্থান। আয়োজনটিকে তখন দাভোস থেকে সুইজারল্যান্ডের আরেক শহর লরেন্সে নিয়ে আসার কথা জানানো হয়। কিন্তু এবার কেবল দেশও বদলে ফেলা হলো।

আয়োজকরা জানিয়েছেন, সংকটের মুখে বিশ্ব অর্থনীতিকে নতুন করে সাজানোই হবে এবারের আসরের মূল আলোচ্য বিষয়।

এক বিবৃতিতে ফোরামের পক্ষ থেকে বলা হয়, স্থানের এই পরিবর্তন দেখায় যে ফোরামের অগ্রাধিকারের বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এবং অংশগ্রহণকারী ও আয়োজকদের নিরাপদ থাকা। সূত্র এএফপি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া