ঐতিহ্যগতভাবে বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের নিয়ে সুইজারল্যান্ডের দাভোস শহরে সম্মেলনটি অনুষ্ঠিত হয় প্রতি বছর জানুয়ারিতে। কিন্তু ইউরোপজুড়ে মহামারীর দ্বিতীয় ঝড় অব্যাহত থাকায় আগেই এ সম্মেলন স্থগিত করা হয় মে পর্যন্ত। এবার এসে বদলে গেল স্থানও। এর আগে অক্টোবরেও একবার পরিবর্তন হয়েছিল স্থান। আয়োজনটিকে তখন দাভোস থেকে সুইজারল্যান্ডের আরেক শহর লরেন্সে নিয়ে আসার কথা জানানো হয়। কিন্তু এবার কেবল দেশও বদলে ফেলা হলো।
আয়োজকরা জানিয়েছেন, সংকটের মুখে বিশ্ব অর্থনীতিকে নতুন করে সাজানোই হবে এবারের আসরের মূল আলোচ্য বিষয়।
এক বিবৃতিতে ফোরামের পক্ষ থেকে বলা হয়, স্থানের এই পরিবর্তন দেখায় যে ফোরামের অগ্রাধিকারের বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এবং অংশগ্রহণকারী ও আয়োজকদের নিরাপদ থাকা। সূত্র এএফপি।