জেসিআই ঢাকা ওয়েস্ট ও রানারের উদ্যোগে 'রাইড উইথ গ্লোরি'

জেসিআই ঢাকা ওয়েস্ট ও রানারের উদ্যোগে 'রাইড উইথ গ্লোরি'

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট ও রানার গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে নারীদের স্কুটি চালানোর বিশেষ প্রশিক্ষণ ‘রাইড উইথ গ্লোরি’।


শনিবার (০৮ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে রানার গ্রুপের প্রধান কার্যালয়ে প্রায় ৭০জন নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুটি চালানোর এ বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন এবং রানার গ্রুপের কর্মকর্তাবৃন্দ।



এ কর্মশালার মূল লক্ষ্য ছিল নারীদের মাঝে স্বাধীন চলাচলের দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলা। এই প্রশিক্ষণটি ছিল সম্পূর্ণ বিনামূল্যে। কর্মশালার প্রশিক্ষণ সহযোগী হিসেবে ছিল ভ্রমণকন্যা। ইভেন্ট ডিরেক্টর ছিলেন সুরভী ইয়াসমিন, সিওসি রওজাতুল জান্নাত, কো-সিওসি শেখ মাহমুদা সুলতানা সারা। এই ধরনের উদ্যোগ নারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারী নারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন করার অনুরোধ জানিয়েছেন।


ইভেন্ট ডিরেক্টর সুরভী ইয়াসমিন বলেন, নারীরা যদি বাইক রাইডিং স্কিল আয়ত্ত্ব করতে পারেন, তাহলে তারা প্রত্যেকে তাদের স্ব স্ব কর্মক্ষেত্রে যানজট এড়িয়ে দ্রুততম সময়ে পৌঁছে যেতে পারবে।


রানারের মুখপাত্র বলেন, আমরা চেষ্টা করছি এরকম বাইক রাইডিং স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে বাংলাদেশের সকল নারীকে অবহিত করতে এবং তাদের অবগত করতে যে রানার তাদের এই স্কিল ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে এরকম আরও ইভেন্ট আয়োজন করতে প্রস্তুত।


জেসিআই ঢাকা ওয়েস্টের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে, কারণ এটি নারীদের যাতায়াতের স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা বাড়াতে সহায়তা করবে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন চালিয়ে যাবেন।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি