নারীর ক্ষমতায়ন ও বৈষম্য প্রতিরোধে ইউসিবির একগুচ্ছ ঘোষণা

নারীর ক্ষমতায়ন ও বৈষম্য প্রতিরোধে ইউসিবির একগুচ্ছ ঘোষণা

‘অ্যাক্সিলারেট অ্যাকশন’ প্রতিপাদ্যের আলোকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। গত শনিবার (গত ৮ মার্চ) দিবসটি উদযাপন উপলক্ষ্যে সংস্থার প্রধান কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।


সভায় ইউসিবি কর্তৃপক্ষ কর্মজীবী মায়েদের জন্য ‘ডে-কেয়ার সেন্টার চালু, অভ্যন্তরীণ চিকিৎসা সেবা চালু, ব্যাংকের মধ্য ও শীর্ষ পর্যায়ে আরও ভারসাম্যপূর্ণ লিঙ্গ অনুপাত নিশ্চিত করার ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনন্ত গ্রুপের চেয়ারম্যান কামরুন নাহার জহির।


তিনি বলেন, ক্ষমতায়নের জন্য নারীদের সঠিক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে এবং নারীদের নেতৃত্ব প্রদানের ব্যাপারে আরও মনোযোগী হতে হবে। ক্ষমতায়নের জন্য নারীদের যেমন নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে, একইসঙ্গে সংস্থাকেও প্রয়োজনীয় সুযোগ তৈরি করে দিতে হবে। নারীরা যেন তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারে এ জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা এবং এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার।


সভায় ইউসিবির পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।


আলোচকরা বলেন, ইউসিবিতে ২০ শতাংশ নারীকর্মী রয়েছে। এই হার বাড়াতে এবং তাদের সংখ্যা জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে ইউসিবি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।


অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের দুই যুগ্ম পরিচালক (এসএমইএসপিডি) শাহরিয়ার নাছরিন, হাফিয়া তাজরিয়ান এবং ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক সফলতার গল্প উপস্থাপন। এ পর্বে অংশগ্রহণ করেন ‘শুদ্ধ কৃষি’-র স্বত্বাধিকারী কাজী কাকলী, ‘রক্সিস কালেকশন’-এর স্বত্বাধিকারী ফারহানা কবির, ‘সাত সতেরো’ ও ‘আইএসসি প্রফেশনাল ট্রেনিং সেন্টার’-এর স্বত্বাধিকারী সিতি সালমা খাঁন এবং ‘বিটু’-এর স্বত্বাধিকারী সুমশ্রিতা পোদ্দার বিথী।


এই অগ্রণী নারী উদ্যোক্তারা ইউসিবির প্রশংসা করে বলেন, করোনা মহামারির সময়, যখন কেউ ঋণ দিচ্ছিল না, তখন ইউসিবি তাদের পাশে দাঁড়িয়েছে। এমনকি ইউসিবি তাদের স্বামী বা অভিভাবকের জামানত ছাড়াই ঋণ দিয়েছে।


উদ্যোক্তারা তাদের চ্যালেঞ্জ, সাফল্য এবং অভিজ্ঞতা তুলে ধরেন, যা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা জুগিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি