শরীয়তপুরের চান্দ্রা দরবার শরীফে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

শরীয়তপুরের চান্দ্রা দরবার শরীফে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী চান্দ্রা দরবার শরীফে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮ টায় জামাত শুরু হয়। এবারের ঈদুল ফিতরের নামাজে প্রায় দুই হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


নামাজ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। খুতবাও তিনিই পাঠ করেন। দরবার শরীফের সকল মুরিদগণ এ নামাজে অংশ নেন। দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়, বিশেষ করে বাংলাদেশ, ফিলিস্তিনসহ সমগ্র মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।



দরবার শরীফের তত্ত্বাবধান করেন হাজী আ. মান্নান মাঝী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তাহসিন হাসান রাসেদ মাঝী, জহিরুল ইসলাম রোকন মাঝী, মজিবুর রহমান রতন মাঝী, হাবিবুর রহমান মাঝী, রিদয় সরকার এবং সম্রাট সরকার।


নামাজ ও দোয়া মাহফিলে বিশেষভাবে মাঝী বংশ, মাল বংশ, সরকার বংশ, বেপারী বংশসহ সকল বংশের মানুষের জন্য দোয়া করা হয়। পাশাপাশি মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদী শক্তির অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্যও দোয়া করা হয়।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট