মিয়ানমারে ভূমিকম্পের ৬০ ঘণ্টা পর এক নারী জীবিত উদ্ধার

মিয়ানমারে ভূমিকম্পের ৬০ ঘণ্টা পর এক নারী জীবিত উদ্ধার

মিয়ানমারে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানা অন্যতম বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১৭০০ জন ছাড়িয়েছে। সময় যত যাচ্ছে ভূমিকম্পে নিখোঁজ ও আটকেপড়াদের মধ্যে প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা তত তৈরি হচ্ছে।


এর মধ্যে সোমবার (৩১ মার্চ) দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারীরা একটি হোটেলের ধ্বংসাবশেষ থেকে একজন নারীকে জীবিত উদ্ধার করেছে। প্রায় ৬০ ঘণ্টা পর ওই নারীকে উদ্ধার করা হয়েছে। ফলে তিন দিন পর আশার আলো দেখা দিয়েছে।


চীনা, রাশিয়ান এবং স্থানীয় দল ৫ ঘণ্টার অভিযানের পর মান্দালয় শহরের ধসে পড়া গ্রেট ওয়াল হোটেলের নিচে আটকে থাকা ওই নারীকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মিয়ানমার ও থাইল্যান্ডের অনুসন্ধানকারীরা আরও জীবিতদের খুঁজে বের করার জন্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন।


গত শুক্রবার (২৮ মার্চ) ৭.৭ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে মান্দালয় অবস্থিত, যা মিয়ানমারে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রতিবেশী থাইল্যান্ডে ক্ষয়ক্ষতি করে।


ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপুন্ত বলেছেন, জীবিতদের খুঁজে বের করার জন্য উদ্ধারকারীরা হাল ছাড়ছেন না।


৭২ ঘণ্টা পরও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, তুরস্কে আটকেপড়াদের উদ্ধারে সাতদিন ধরে অভিযান অব্যাহত ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না