উত্তর তারাবুনিয়ায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন কমিটি গঠন

উত্তর তারাবুনিয়ায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন কমিটি গঠন

শরীয়তপুরে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (বিআরটিডব্লিউএফ) ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এতে শাহ আলম মালতে সভাপতি ও মনির হাওলাদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. দুলাল তাঁতী এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন বেপারী, বিল্লাহ হোসেন আসামি, জয়নাল আবেদীন মাঝী, শুক্কুর আলী হাওলাদার নির্বাচিত হয়েছেন।


শুক্রবার (১১ এপ্রিল) সখিপুর থানার তারাবুনিয়া ইউনিয়নের জন্য এ কমিটি গঠন করা হয়।


শ্রমিকদের অধিকার সংরক্ষণ, সংগঠনকে শক্তিশালীকরণ এবং ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব বিকাশে এই কমিটি গঠন করা হয়। এক উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিডব্লিউএফ’র সখিপুর থানার সভাপতি হাসান শাহ পারভেজ বেপারী। সঞ্চালনায় ছিলেন মতিউর রহমান বেপারী। এছাড়া অনুষ্ঠানে সেলিম খন্দকার, সবুজ মাঝি, আজমেরী আক্তার, উপস্থিত ছিলেন।


সংগঠনের সখিপুর থানা শাখার নেতৃবৃন্দরা বলেন, ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও শক্তিশালী করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


অর্থসংবাদ/কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট