সাহিত্যে নোবেল বিজয়ী মারিও ভার্গাস লোসা আর নেই

সাহিত্যে নোবেল বিজয়ী মারিও ভার্গাস লোসা আর নেই

সাহিত্যে নোবেল বিজয়ী মারিও ভার্গাস লোসা মারা গেছেন। ৮৯ বছর বয়সে রবিবার (১৩ এপ্রিল) পেরুর রাজধানীতে মারা যান তিনি। নোবেলজয়ী এই সাহিত্যিকের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় একথা জানিয়েছে।


সোমবার (১৪ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি।


এদিকে ভার্গাস লোসার মৃত্যুতে লাতিন আমেরিকার সাহিত্যের সোনালী প্রজন্মের যুগের সমাপ্তি ঘটল। তিনি ছিলেন এই যুগের সর্বশেষ জীবিত সদস্য।


নোবেলজয়ী এই সাহিত্যিকের জ্যেষ্ঠ পুত্র আলভারো এক বিবৃতিতে লিখেছেন, আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের বাবা মারিও ভার্গাস লোসা আজ লিমায় পরিবার-পরিজন পরিবেষ্টিত অবস্থায় শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।


এএফপি বলছে, মারিও ভার্গাস লোসা জনসাধারণের দৃষ্টির বাইরে থাকায় সাম্প্রতিক মাসগুলোতে তার স্বাস্থ্যের অবনতির গুজব ছড়িয়ে পড়েছিল। গত বছরের অক্টোবরে তার ছেলে আলভারো বলেছিলেন— তার বাবার বয়স ৯০ বছর পূর্ণ হওয়ার পথে।


মূলত মধ্যবিত্ত পেরুভিয়ান পরিবারে জন্মগ্রহণকারী ভার্গাস লোসা ছিলেন ১৯৬০ এবং ১৯৭০ এর দশকের লাতিন আমেরিকান সাহিত্যের উত্থানের অন্যতম মহান ব্যক্তিত্ব।


পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, লেখকের মৃত্যুতে তার আত্মীয়স্বজন, তার বন্ধুবান্ধব এবং বিশ্বজুড়ে তার পাঠকদের ব্যথিত করবে। তবে, আমরা আশা করি, তারা আমাদের মতো সান্ত্বনা পাবেন যে— তিনি দীর্ঘ, দুঃসাহসিক এবং ফলপ্রসূ জীবন উপভোগ করেছেন। তিনি এমন একটি কাজ রেখে গেছেন যা তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।


এদিকে মৃত্যুর আগে ভার্গাস লোসার দেওয়া নির্দেশনা অনুসারে, কোনও ধরনের গণ-অনুষ্ঠান হবে না বলে তার পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তার অন্তিম ইচ্ছা অনুযায়ী ভার্গাস লোসার মরদেহ দাহ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না