৬ মাসের সর্বনিম্ন অবস্থানে চীনে তামা আমদানি

৬ মাসের সর্বনিম্ন অবস্থানে চীনে তামা আমদানি
তামা আমদানিতে ধারাবাহিক মন্দা ভাব বজায় রয়েছে চীনে। টানা দুই মাসের মন্দা ভাবের জের ধরে গত নভেম্বরে দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানি আগের মাসের তুলনায় ৯ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে তামা আমদানি ছয় মাসের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজনেস রেকর্ডার ও সিনহুয়া সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনের তথ্যমতে, ২০২০ সালের নভেম্বর চীনে সব মিলিয়ে ৫ লাখ ৬১ হাজার ৩১১ টন তামা ও তামাজাত পণ্য আমদানি হয়েছে, যা আগের মাসের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ কমেছে। গত অক্টোবরে দেশটিতে তামা আমদানির পরিমাণ ছিল ৬ লাখ ১৮ হাজার ১০৮ টন। সে হিসাবে এক মাসের ব্যবধানে চীনে ব্যবহারিক ধাতুটির আমদানি কমেছে ৫৬ হাজার ৭৯৭ টন।

বিশেষজ্ঞরা বলেছেন, চলতি বছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে তামার দাম কমতির দিকে ছিল। তবে সম্প্রতি ব্যবহারিক ধাতুটির রেকর্ড মূল্যবৃদ্ধি ঘটেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) প্রতি টন তামা ৭ হাজার ৭০০ ডলারের ওপরে বিক্রি হচ্ছে। বাড়তি এ দাম চীনা আমদানিকারকদের তামা আমদানির উৎসাহ কমিয়েছে। এর জের ধরে দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানিতে টানা দুই মাস ধরে মন্দা ভাব বজায় রয়েছে।

এ বছরের অক্টোবরের পর নভেম্বরেও চীনে তামা আমদানি কমতির দিকে ছিল। একই সঙ্গে গত মাসে দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানি ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। তবে অক্টোবরের তুলনায় ৯ শতাংশের বেশি কমলেও ২০১৯ সালের একই সময়ের তুলনায় গত মাসে চীনের তামা আমদানিতে ১৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি