চলতি মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বী এখন পর্যন্ত হারের মুখ দেখেনি অ্যাতলেটিকো মাদ্রিদ। দশ ম্যাচ খেলে আট ম্যাচে জয় আর দুই ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ডিয়েগো সিমিওনের দল।
মাদ্রিদ ডার্বি খ্যাত এই ম্যাচে লুইস সুয়ারেজ-জোয়াও ফ্লেক্সিদের নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় অ্যাতলেটিকো।
অন্যদিকে ১১ ম্যাচ খেলে তিন ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রিয়াল। জিনেদিন জিদানের শিষ্যদের মোট পয়েন্ট ২০।
সার্জিও রামোস নেতৃত্বাধীন দলের জন্য সুখবর হচ্ছে, চোট কাটিয়ে একাদশে ফিরতে চলেছেন রাইট ব্যাক দানি কার্ভাহাল।
দিনের আরেক খেলায় রাত সাড়ে ১১ টায় হুয়েস্কার মুখোমুখি হবে আলাভেস। রাত সোয়া ৯টায় গেটাফের সঙ্গে লড়বে সেভিয়া। অপর ম্যাচে সন্ধ্যা ৭ টায় ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে অ্যাতলেটিক বিলবাও।