মুজিববর্ষ উদযাপন আরো ৯ মাস বাড়ানোর সিদ্ধান্ত

মুজিববর্ষ উদযাপন আরো ৯ মাস বাড়ানোর সিদ্ধান্ত
মহামারি করোনাভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনের মেয়াদ আরো ৯ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা মহামারিতে চলমান মুজিববর্ষ উৎসবমুখর পরিবেশে পালন না করতে পারার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ মুজিববর্ষের সময়সীমা বৃদ্ধির প্রস্তাব পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী এতে সায় দিয়েছে।

মন্ত্রী পরিষদ বিভাগ সূত্র জানায়, ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষ পালনের সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়। আগামীকাল রোববার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

‘মুজিববর্ষ’ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব। বঙ্গবন্ধুর জন্মের শত বছর উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে এ উৎসব উদযাপন করার কথা ছিল। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সব আয়োজন সীমিত করা হয়েছে। এ উদযাপন চলার কথা ছিল ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত।

এছাড়া, ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে (বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে) ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা